বেরঙীন আগরপাড়া,পলাশ গাছের স্মৃতি ঘিরেই কাউন্সিলর।

ঠিক বসন্ত উৎসবের আগেই খুন হন পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুপম দত্ত। তিনি দোল খেলতে,রং খেলতে ভালবাসতেন এবং অনেক ছোট ছোট ছেলে মেয়েদের নতুন জামাকাপড় কিনে দিতেন, রংও কিনে দিতেন। কিন্তু এবছরের বসন্ত উৎসবে আর অনুপম দত্ত আগরপাড়ার মানুষের মধ্যে নেই। মৃত্যুর ঠিক কয়েকদিন আগেই নিজের হাতে লাগিয়েছিলেন একটি পলাশ গাছ। তার খুব ঘনিষ্ঠ বন্ধুকে বলেছিলেন,”দোল উৎসবের সময় এই পলাশ ফুল আমাদের এই ক্লাবের সামনে রাঙিয়ে তুলবে।” কিন্তু অনুপম দত্ত নেই। তবে অনুপম দত্তের লাগানোর সেই পলাশ গাছটি ধীরে ধীরে বিকশিত হতে চলেছে। অনুপম দত্তকে স্মরণ করেই এদিন সারা আগরপাড়া অঞ্চলে বসন্ত উৎসবকে স্থগিত রেখে তার বাড়ির সামনে অনুপম দত্তের প্রতিকৃতি রেখে সেখানে সবাই সাদা পোশাক পড়ে সমবেত হয়। তাঁর প্রতিকৃতিতে প্রথমেই অনুপম দত্তের সহধর্মিণী মীনাক্ষী দত্ত মালা দেন এবং মোমবাতি জ্বালান। তারপরে এক এক করে সবাই তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং মোমবাতি জ্বালানো হয়।আগরপাড়া অঞ্চলের মানুষ এই ভাবেই বসন্ত উৎসব পালন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − six =