বেলঘড়িয়া নীলগঞ্জ রোডে ভয়াবহ দুর্ঘটনা,আহত ১, মৃত ১।

বেলঘড়িয়া নীলগঞ্জ রোডে ভয়াবহ দুর্ঘটনা,আহত ১, মৃত ১।

শনিবার রাতে বেলঘড়িয়া নীলগঞ্জ রোডে পথ দুর্ঘটনা।এদিন একটি স্কুটি করে একজন যুবক ও একজন মহিলা ডানলপের দিকে যাচ্ছিলেন।ঠিক সেইসময় পিছন দিক থেকে আসা একটি লরি তাদেরকে ধাক্কা মারে। তৎক্ষণাৎ তারা স্কুটি থেকে পড়ে যান।স্কুটি থেকে পড়ে যাওয়ার পরেই সেই মুহূর্তে মহিলার মাথার ওপর দিয়ে লরির চাকা চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।অপরজনকে গুরুতর আহত অবস্থায় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা কার্যত ক্ষুব্ধ হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিকে চালক সমেত ধরে ফেলেন এবং তাকে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ এসে ওই চালককে আটক করে নিয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ,মদ্যপ অবস্থায় চালক লরিটি চালাচ্ছিলেন‌। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।যদিও লরিটির খালাসী পলাতক।এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালাক স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী সহ র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =