বেলডাঙ্গা পঞ্চায়েত সদস্যদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ।
বেলডাঙা ১নং ব্লকের মহুলা ১ নং গ্রাম পঞ্চায়েতের ৭জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।শনিবার বেলডাঙ্গার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান এবং জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান ওই দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন।পঞ্চায়েত সদস্যদের দল বদলের কারণে মহুলা ১নং গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে হতে চলেছে।কিছুদিনের মধ্যেই অনাস্থা আনা হবে ওই পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে।মহুলা ১নং গ্রাম পঞ্চায়েতে মোট ১৭ জন সদস্য রয়েছেন।তাদের মধ্যে চারজন তৃণমূল সদস্য এবং বাকি ১৩ জন সদস্যের মধ্যে সাত জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায় এই পঞ্চায়েত তৃণমূলের দখলে আসতে চলেছে বলেই জানা যাচ্ছে। তৃণমূলে যোগদানকারীরা জানাচ্ছেন, ওই পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে উন্নয়ন হয়নি।সেকারণে উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে তারা তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে এদিন বেলডাঙা ১ নং ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের ৩ জন বিজেপি সদস্য বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।