বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো এবছর হবে মা সারদার প্রার্থনা কক্ষে।

করোনা পরিস্থিতিতে সমস্ত পুজোই এবছর বেরঙীন।বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতেও দেখা গেল সেই দৃশ‍্য।রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোতে সাধারণের প্রবেশ বন্ধ থাকছে এবার। ৭৫ বছরের এই পুজো এবার হবে মা সারদার প্রার্থনা কক্ষে।জানা যায়,নব্বইয়ের দশক পর্যন্ত ওই কক্ষেই হত পুজো।তারপর থেকে প্রার্থনা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে এই পুজো হয়ে আসছিল।কিন্তু এবছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হবে সেই পুজো এমনটাই জানালেন পুজো উদ‍্যোক্তারা।তবে দর্শনার্থীরা পুজোর সরাসরি সম্প্রচার সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে দেখতে পাবেন।সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো।২২ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হবে।২৩ নভেম্বর সারা দিন চলবে পুজো।২৪ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + eighteen =