বেলুড়ে হোম গার্ডের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিলো ভ্যানচালক, কাটা পড়ল হোম গার্ডের দুটি আঙুল।

সকাল তখন ৭টা বাজে হাওড়ার বালি ট্রাফিক গার্ডের কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার চিন্ময় হাউলি,বাইকে করে বালি থেকে বেলুড়ের দিকে যাচ্ছিলেন।যাওয়ার পথে রাস্তায় এক মোটর ভ্যানকে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখেন।যানজট হওয়ার আশঙ্কায় তাকে ভ‍্যান সরাতে বললে ভ্যান চালক বেপরোয়াভাবে তার উপরেই গাড়ি চালিয়ে দেয়।আচমকা আঘাতে লুটিয়ে পড়েন ওই হোম গার্ড।স্থানীয়রা ছুটে এসে দেখতে পায় তার হাতের দুটি আঙুল কেটে পড়ে আছে রাস্তায়।তা দেখেই শিউরে ওঠেন এলাকার মানুষ। সঙ্গে সঙ্গে তাকে বেলুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভ্যানচালককে আটক করেছে বালি থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =