স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতীর মধ্যে দিয়ে পূজোপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে শামিল হন। তারা স্বামীজীর ছবি সম্বলিত বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে, স্বামীজি এবং ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির পদক্ষেপ এবং ঠাকুর দর্শন করে।
এই উপলক্ষ্যে মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে স্বামীজি সম্বলিত যে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ,সেখানে তারা স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান বেদপাঠ,ভজন, ভক্তিগীতি,স্তবগীতি,স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটে ধর্মসভা, সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি। বেলুড় মঠের পক্ষ আগত এই সমস্ত দর্শনার্থীদের ছাত্র-ছাত্রীদের জন্য প্যাকেটে করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এক কথায় স্বামীজীর জন্মদিন উপলক্ষ্যে জমজমাট বেলুড় মঠ।