বেলুড় মঠে পালিত হচ্ছে ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬ তম জন্মতিথি উৎসব।

বেলুড় মঠে পালিত হচ্ছে ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬ তম জন্মতিথি উৎসব।

সোমবার ১৫ মার্চ ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬ তম জন্মতিথি উৎসব পালিত হল বেলুড় রামকৃষ্ণ মঠে।এবছর করোনা অতিমারী পরিস্থিতিতে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। তবে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিন ভোরে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বেদপাঠ ও স্তবগান, ঊষা-কীর্তন, শ্রীশ্রীঠাকুরের বিশেষ পূজা ও হোম অনুষ্ঠানের মাধ‍্যমে পালিত হল জন্মতিথি উৎসব। এছাড়াও শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে শ্রীরামকৃষ্ণ বন্দনা, শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, শ্রীশ্রীরামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, গীতি আলেখ্য প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিন বিকালে অনুষ্ঠিত হবে ধর্মসভা।ধর্মসভায় সভাপতিত্ব করবেন স্বামী সুবীরানন্দ মহারাজ। এছাড়াও সন্ধ্যারতির আয়োজনও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − five =