বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা।

বেলুড় মঠে যথাযোগ্য মর্যাদায় কুমারী পূজা।

মহাষ্টমীর সকালে যথাযোগ্য মর্যাদায় চিরাচরিত রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হল।এদিন বুধবার অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর হয় কুমারী পূজা। তবে এবার কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা।রামকৃষ্ণদেবের মন্দিরের পশ্চিম চাতালে এবার কুমারী পূজার আয়োজন করা হয়। করোনা অতিমারীর কারণে এবার পূজা এবং আনুষঙ্গিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন করা হয়। এদিন উপস্থিত ছিলেন মঠের সংঘাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজ সহ বরিষ্ঠ সন্ন্যাসীরা। উল্লেখ্য, এবার কুমারী হিসেবে নির্বাচিত হন শরণ্যা চক্রবর্তী। বয়স ৫ বছর ১০ মাস। বাবা সোমশেখর চক্রবর্তী এবং মা শ্বেতশ্রী চক্রবর্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 1 =