বেশি বিরক্ত করলে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবো”কর্তব্যরত নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

বেশি বিরক্ত করলে রোগীকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে দেবো”কর্তব্যরত নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

ঘটনাটি হাওড়ার উলুবেড়িয়ার মহকুমা হাসপাতালের।পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার দুপুরে রাজাপুর থানার খলিসানি এলাকার বাসিন্দা শেখ সাবিনা খাতুন (১৫)কে অ্যাসিড খাওয়া আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে রোগীর পরিবার।হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা খারাপ দেখে ভর্তি করে চিকিৎসা শুরু করে দেন।রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসা চলাকালীন অক্সিজেন শেষ হয়ে যায়।এই অবস্থায় রোগীর অবস্থা গুরুতর হতে দেখে রোগীর পরিবারের সদস‍্যরা নার্স এবং চিকিৎসকে অক্সিজেন দেওয়ার কথা বলেন।আরও অভিযোগ, বারবার বলা সত্ত্বেও নার্স কোনো কর্ণপাত করেননি। এই অবস্থায় পরিবারের লোক চিৎকার চেঁচামেচি করলে নার্স তাদেরকে বলেন, “বেশি বিরক্ত করলে ভুল ইনজেকশন দিয়ে রোগীকে মেরে দেবো।” এমন গুরুতর অভিযোগ রোগীর পরিবারের।
এই কথা বলার পরেই রোগীর পরিবার ও নার্সের মধ‍্যে বচসা বাঁধে হাসপাতালের মধ্যে।পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা সামাল দেয়।রোগীর অবস্থা খারাপ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করেন। যদিও এ বিষয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার সুদীপ্ত রঞ্জন কাড়ার জানান, নার্সের এই ধরনের কথা বিশ্বাসযোগ্য নয়।তবু রোগীর পরিবারের অভিযোগ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + eight =