বেসরকারি নার্সিংহোমে ভুয়ো ডাক্তারকে মারধোর
হুগলীর কামারকুন্ডু এলাকার ঘটনা । রুগীর পরিবারের অভিযোগ কামার কুণ্ডু এলাকায় অবস্থিত জীবন দ্বীপ নার্সিংহোমের প্রধান ডঃ হারাধন মান্না তিনি একজন গাইনকোলজিস্ট কিন্তু তারও কোনো ডিগ্রি নেই বলে অভিযোগ রুগীর আত্মীয় দের। অথচ দিনের পর দিন তিনি গর্ভবতী মহিলাদের চিকিৎসা করে যাচ্ছেন । জানা গেছে সিঙ্গুরের অপূর্ব পুরের বাসিন্দা প্রবীর কুমার চ্যাটার্জি গত কাল বিকালে তাঁর বৃদ্ধা মা সুষমা চ্যাটার্জি কে শ্বাসকষ্ট জনিত রোগের চিকিৎসা করাতে ভর্তি করেন জীবন দ্বীপ নার্সিং হোমে।আজ সকাল থেকেই তাঁর অবস্থা আশঙ্কা জনক হয় পড়ে।অপূর্ব কুমার চ্যাটার্জি সহ রুগীর আত্মীয়রা নার্সিং হোমে গিয়ে জানতে পারেন ভুয়ো চিকিৎসক চিকিৎসা করেছেন রুগীর।এর পরই উত্তেজিত হয়ে হোমিওপ্যাথি চিকিৎসক কে মারধোর করেন এবং নার্সিং হোমের প্রধান হারাধন মান্না কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ।খবর পেয়ে ঘটনা স্থলে আসে সিঙ্গুর থানার পুলিশ।