বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ৩,

মালদা থেকে চাঁচলগামী এক বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পুরাতন মালদার কালুয়াদিঘী এলাকায়। জানা গিয়েছে শনিবার সকাল ১১ টা নাগাদ মালদার দিক থেকে যাত্রী নিয়ে আসছিল ওই বাসটি। হঠাৎ কালুয়াদিঘী এলাকায় একটি লরি রাস্তা পারাপার করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৪ নং জাতীয় সড়কের রাস্তার মাঝখানের ডিভাইডারের উপর উঠে পড়ে। এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হন তার মধ্যে একজন স্কুল ছাত্রীও রয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বাসিন্দারা এবং তারা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টাখানেক ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে মালদা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাগ্রস্থ বেসরকারি বাসটিকে উদ্ধার করে এবং পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে সবচাইতে বড় বিষয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে বলেন, মালদা থানা পুলিশের নির্দেশ অনুযায়ী দুইজন করে সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকের দায়িত্বে থাকা সত্ত্বেও নিয়মিত কর্তব্য পালন করছেন না। তারা গাছের তলায় প্রতিনিয়ত বিশ্রাম নিচ্ছেন। ফলত এটা থেকে নিশ্চিত বোঝা যায় এখানকার ট্রাফিক ব্যবস্থা মোটেই ভালো নয় যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যেমনটা আজকে হল। অবশেষে এলাকার বাসিন্দারা একটাই দাবি করেছেন সেখানে যেন রাস্তা পারাপার করার ক্ষেত্রে নজরদারি বিশেষভাবে করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =