বেহাল রাস্তা ও বেহাল নিকাশি ব্যবস্থা ভালো করার দাবিতে রাস্তায় নামল ধূপগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী এলাকার বাসিন্দারা।
সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ৭ নং ওয়ার্ডের অরবিন্দপল্লীর রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সংস্কার হয়নি রাস্তার যার ফলে পিঠের চাদর উঠে গিয়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। এমনকি পারার ড্রেন গুলিও সঠিকভাবে সাফাই করা হয় না বলে অভিযোগ । বেহাল নিকাশি ব্যবস্থার ফলে ড্রেনের সমস্ত নোংরা আবর্জনা পচা জল মানুষের বাড়িতে ঢুকেছে। বাড়ছে মশা মাছির উপদ্রব, তাই ক্ষিপ্ত এলাকাবাসী। রাস্তা সংস্কার এবং বেহাল নিকাশি ব্যবস্থা ভালো করার দাবিতে পাড়ার রাস্তা আটকে বিক্ষোব দেখাচ্ছেন বাসিন্দারা।যতক্ষণ না ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর কর্তৃপক্ষের কেউ ঘটনা স্থলে না আসছেন ততক্ষন আন্দোলন চালিয়ে যাবেন তারা।
