বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ! বোরো চেয়ারম্যানকে ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের
দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো অফিসের সংলগ্ন বনফুল সরনী রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল বলে অভিযোগ স্থানীয়দের। ২৯ নং ওয়ার্ডের অন্তগত এই রাস্তা মেতামতির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের। এই রাস্তার পাশেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের ৪ নম্বর বোরো অফিস, তার পাশেই রয়েছে পাঁচ নম্বর স্বাস্থ্যকেন্দ্র যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ এসে ভ্যাক্সিন নিচ্ছেন। প্রশ্ন তুলছে স্থানীয়রা। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তা মেরামতি করতে হবে, এই রাস্তা টোল আদায় করলেও কেন রাস্তা মেরামতি হচ্ছে না এমন গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল কেন যতক্ষন লিখিত কোনো আশ্বাসন পাচ্ছি না এই অবরোধ উঠবে না বলে সাফ জানিয়েদেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর তথা ৪ নম্বর বরো চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি জানিয়েছিলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে। রাস্তা তৈরির ক্ষেত্রে প্রায় ২কোটি ৮০ লক্ষ টাকা খরচ হবে। ২০-২৫ দিনের মধ্যে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হয়ে যাবে।