বেহাল রাস্তা সমস্যায় স্থানীয় মানুষজন থেকে পর্যটকরা।

ঝড়খালি হেরোভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয় থেকে ঝড়খালি জেটিঘাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে এই বেহালা রাস্তার ফলে সমস্যায় পড়েছে ব্যবসায়ী থেকে স্কুলের ছাত্র-ছাত্রী এমনকি যেসব মানুষজন ঝড়খালি পর্যটন কেন্দ্রে আসেন সেখানেও যাতায়াত করতে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। সুন্দরবনের যেসব পর্যটকরা আসেন সুন্দরবন ভ্রমণে একবার অবশ্যই ঝড়খালি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে তারা ঘুরতে আসেন। সেখানে রয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার,হরিণ ও কুমির। এই পর্যটন কেন্দ্রটি দেখার জন্য প্রতিবছরই বহু পর্যটক সড়কপথে আসেন এই ঝড়খালি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে। তবে দীর্ঘ ছয় কিলোমিটার রাস্তার খানাখন্দে ভরা সামান্য বৃষ্টি হলে জল জমে যায়। যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই রাস্তাটি যে বেহাল দশা দীর্ঘদিন সেটি কিন্তু স্বীকার করেছেন বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর তিনি জানিয়েছেন এই রাস্তা সারাইয়ের জন্য তারা পি, ডব্লিউ,ডি দপ্তরে জানিয়েছেন। তবে অবিলম্বে এই রাস্তার কাজ হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =