বোমা ফাটার চাঞ্চল‍্য মালদহ

বোমা ফাটার চাঞ্চল‍্য মালদহ

রবিবার দুপুরে মালদহের চাঁচল থানার মতিহারপুর জিপির আলসিয়া টোলায় এলাকার আলসিয়াটোলা গ্রামের আব্দুল সালামের বাড়িতে ঘটনা ।পুলিশ সূত্রে খবর , এক ব‍্যক্তির বসতবাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে।
বোমাটি বাইরে থেকে কেউ নিক্ষেপ করেছে নাকি চক্রান্ত করে বাড়ির ভিতরে রেখে গিয়েছিল, সে বিষয়ে কোন কিছু জানা যায়নি
বাড়ির মালিকও ও তার স্ত্রী রৌসনারা বিবির দাবি, সম্ভবত বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছে অথবা আমাদের অজান্তে বাড়ির ভিতরে বোমাটি রাখা হয়েছে এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক ও তার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − two =