সোমবার সকালে সিবিআই এর দুই আধিকারিক এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিকরা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করছেন শিব শম্ভু রাইস মিলের কর্মীদের। এই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আধিকারিকদের নিয়ে আসা হয়েছে এটা নিশ্চিত করার জন্য যে মূলত এই রাইস মিল থেকে কি কাজ হতো কোনো রেশন বন্টন ব্যবস্থা সঙ্গে কোন চুক্তি ছিল নাকি অন্য কোন কাজ হতো। সিবিআই সূত্রে খবর, বোলপুরের এই শিব শম্ভু রাইসমিল অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের নামে মালিকানা রয়েছে যদিও রাজা ঘোষ এর দাবি এ রাইস মিলের সঙ্গে তিনি যুক্ত নন এবং তার পরিবারের কেউ এই রাইস মিলের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটি তিনি নিশ্চিতভাবে জানাননি।