ব্যক্তিগত শত্রুতার জেরে খুন তরতাজা যুবক।
ঘটনাটি ঘটেছে উঃ ২৪ পরগনা জেলায় গোবরডাঙ্গা থানার বেড়গুম লক্ষ্মীপুর গ্রামে। যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরী (আনুমানিক বয়স ২৫ বছর)। বাড়ি গোবরডাঙ্গা থানার বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। অভিযুক্ত দুষ্কৃতিকারীর নাম অনির্বাণ নাগ, বাড়ি মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন উলুডাঙ্গা ১নং কলোনিতে। ঘটনাটি ঘটেছে রবিবার আনুমানিক রাত সাড়ে নটা নাগাদ বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের নকপুলে। জানা যায়, মৃত অঙ্কনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রাস্তার উপরে। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে তাকে তৎক্ষণাৎ স্থানীয় বাউগাছি গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অত্যাধিক পরিমাণে রক্তক্ষরণের ফলে তার মৃত্যু ঘটে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা ঘটার পর পরেই মাত্র কুড়ি মিনিটের মধ্যেই দুষ্কৃতিকারীর সন্ধানে গোবরডাঙা থানা মছলন্দপুরের বিভিন্ন জায়গায় হানা দেয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে উলুডাঙ্গা ১নং রেলগেটের পাশে থেকে অভিযুক্ত অনির্বাণকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
