এমনই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী সুদেষ্ণা সিনহা ২০২১ সালে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি ব্যাংকে আর টি জি এস করার জন্যে ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বরের খোঁজ করেন গুগলে। সেখান থেকে ব্যাংকের একটি কাস্টমার কেয়ার সেন্টারের নম্বর পান তিনি। সেখান ফোন করলে তাকে পি এন বি ব্যাংকের একটি লিংক প্রোভাইড করে বলা হয় টাকা ট্রান্সফার করতেই। তবে সেই লিংকে টাকা পাঠাতে গিয়ে তার একাউন্ট থেকে খোয়া যায় ৭লক্ষ ৩২ হাজার টাকা।
সেই তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে এই টাকা গুলি বিভিন্ন একাউন্টে গিয়ে পৌঁছেছে। সেই সূত্র ধরে বিহারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে রাকেশ কুমার পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই ব্যক্তির একাউন্টে টাকা পৌঁছেছিল। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।