ব্যাঙ্ক থেকে ৩৩ লক্ষ টাকা লোপাট, গ্রেপ্তার ক্যাশিয়ার।
বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মাঝেরপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ভল্ট থেকে গত এক মাসে প্রায় লোপাট প্রায় ৩৩ লক্ষ টাকা।বৃহস্পতিবার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার উজ্জ্বল পাত্র ব্যাংকের টাকার হিসেব নিতে গিয়ে হিসেবে গরমিল ধরতে পারেন। ম্যানেজারের চক্ষু চড়কগাছ।ভল্টের প্রায় ৩৩ লক্ষ টাকা গায়েব।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।এরপরেই ক্যাশিয়ারকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিসেব দিতে পারেননি।এরপরেই হাড়োয়া থানায় ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ম্যানেজার। হাড়োয়া থানার ওসি বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে শুক্রবার ভোররাতে তার বাড়ি বাগুইআটি থানার কেষ্টপুর থেকে ক্যাশিয়ারকে গ্রেপ্তার করে।ধৃত ক্যাশিয়ারকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।এর পিছনে ব্যাংকের অন্য কোনো কর্মীরা জড়িত কিনা সেটাও তদন্ত করছে পুলিশ।ক্যাশিয়ারকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন হাড়োয়া থানার পুলিশ।