ব্যান্ডেলে সম্পূর্ণ সময়ের জন্য ট্রেন বন্ধ আজ থেকে।

ব্যান্ডেল জংশন স্টেশনের পাশে যে রুট রিলে ইন্টারলকিং কেবিন ছিল সেটি স্থানান্তরিত করা হচ্ছে। ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইন তৈরি করা হচ্ছে। বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচল। বাতিল হচ্ছে ৬৮টি লোকাল ট্রেন, বারোটি এক্সপ্রেস ট্রেন। তিনটি এক্সপ্রেস ট্রেন ও দুটি MEMU ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যেই । ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটির অধুনিকিকরন ও স্থানান্তর করা হচ্ছে। যেখান দিয়ে নতুন তৃতীয় লাইন পাতা হচ্ছে সেখানেই আগের রুট রিলে কেবিন টি অবস্থিত ছিল। কেবিনের পুরানো বিল্ডিংটা সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানেই পাতা হচ্ছে নতুন থার্ড লাইন। আজ থেকে আগামী তিন দিন তাই সম্পূর্ণ ট্রেন বন্ধ থাকছে। হাওড়ার জন্য কিছু ট্রেন চালানো হবে চুঁচুড়া স্টেশন থেকে। বর্ধমান যাবার ট্রেন গুলি ছাড়বে মগরা স্টেশন থেকে। কাটোয়া গামী গাড়িগুলো ত্রিবেণী স্টেশন থেকে ছাড়বে। ব্যান্ডেল এর সঙ্গে সিগন্যাল কানেক্ট থাকার জন্য ব্যান্ডেল স্টেশন এর পাশাপাশি বন্ধ থাকছে হাওড়া লাইনে হুগলী স্টেশন। বর্ধমান লাইনে সপ্তগ্রাম স্টেশন। কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশন। ৩০শে মে থেকে নতুন করে আবার ট্রেন চালু হওয়ার কথা জানিয়েছে পূর্বরেল।
ফলে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌছতে ব্যস্ত সাধারন রেল যাত্রীরা। সকাল থেকেই তাই কেউ গাড়ী, কেউ ফেরী সার্ভিসকে বেছে নিয়েছেন গন্তব্যে পৌছানোর জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − 3 =