ব্যান্ডেল কাটোয়া শাখায় আন্ডার পাস করার সময় লাইনে ধস।

সাতটা একত্রিশ থেকে সাড়ে নটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালু হলেও ট্রেন চলছে ধীরগতিতে। ব্যান্ডেল কাটোয়া শাখায় নতুন করে পাঁচটি আন্ডার পাস করছে রেল। এই আন্ডারপাসের কাজ রেলের ঠিকাদারকে দিয়ে করানো হচ্ছে। গত পরশু বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি। কাটোয়ার দাইহাটের কাছে বেলতলা বলে একটি ফটোক বা রেলগেট রয়েছে। সেই বেলতলার ফটকের কাছে প্রায় ৩০ ফুট জায়গার ধস নামে। রেল দপ্তরে খবর যেতেই তড়িঘড়ি রেলের ইঞ্জিনিয়ার এসে তদারকি করে কাজ তুলে ফেলে যদিও এখন ট্রেন চলছে ধীরগতিতে। এ ব্যাপারে রেলের সি আর পি ও টেলিফোনে জানান, এই ঘটনার তদন্ত হচ্ছে, তবে এই কাজ করতে গেলে এরকম হতেই পারে। যেহেতু কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেহেতু চিন্তার কোন বিষয় নেই। ধীরগতিতে ট্রেন চলায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রী। সাড়ে নটার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছাতে অনেকটাই দেরি হওয়াতে সমস্যায় ভুগতে হচ্ছে যাত্রীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − fifteen =