ব্যারাকপুরে অসুস্থ দলীয় কাউন্সিলরকে দেখতে গেলেন সাংসদ অর্জুন সিং
ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার কয়েকদিন ধরে অসুস্থ। বুধবার সন্ধেয় তাকে দেখতে ব্যারাকপুর নাপিত পাড়ায় তাঁর বাড়িতে হাজির হন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, রাজনীতির বাইরে সম্রাট ছোট ভাইয়ের মতো। গতকাল শুনলাম সম্রাট অসুস্থ। তাই ওকে দেখতে ওর বাড়িতে এলাম। দিলীপ ঘোষের সেন্সার প্রসঙ্গে তিনি বলেন, ওনাকে যদি আরও আগে সেন্সার করা হত। তাহলে ওনার পক্ষে ভালো হত। পাশাপাশি বাংলার জন্য ভালো হত। দুর্নীতি প্রসঙ্গে সাংসদের জবাব, দলের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে বেরিয়ে অধিকারিকদের কাছ থেকে খুঁটিনাটি জেনে নিচ্ছেন।
