শান্তিনিকেতন বিশ্বভারতীর ব্রহ্ম উপসনা মন্দির প্রাঙ্গনে বৈদিক মন্ত্র পাঠ সঙ্গীতের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উদযার্পন হয়। সদ্য বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থগারে পথের নামকরণ হয়েছে বিবেকানন্দ সরণী। কেন এই নামকরণ তার গুরত্ব তা নিয়ে মতামত প্রকাশ করেন উপাচার্য। এছাড়াও উপাচার্য ঠাকুর পরিবার ও বিবেকানন্দ সম্পর্কে নিয়ে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী সঙ্গীত ভবন ও অনান্য ভবনের ছাত্র-ছাত্রীরা।