ব্রাউন সুগার সহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার ফালাকাটায়
ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল ফালাকাটা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা বাস স্ট্যান্ডে আলিপুরদুয়ার গামী একটি বেসরকারী বাস থেকে দুই যুবককে পাকড়াও করে পুলিশ। ধৃত দুই যুবকের নাম মুকুল ঘোষ ও মানব গোপ। এরা ফালাকাটার দুলাল দোকান এলাকার বাসিন্দা। ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ বলেন, ধৃত দুই যুবক শিলিগুড়ি থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছিল নিজেদের খাওয়া ও বিক্রির জন্য। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে সাড়ে ১০ গ্রাম ওজনের ব্রাউন সুগারের দুটি প্লাস্টিকে মোরা প্যাকেট। এই দুই মাদক কারবারীকে বুধবার তোলা হয়েছে জলপাইগুড়ির এনডিপিএস আদালতে।