ব্রাউন সুগার সহ পুলিশের জালে, দুই পাচারকারী

ব্রাউন সুগার সহ পুলিশের জালে, দুই পাচারকারী

ব্রাউন সুগার সহ বিহারের দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রে ইংরেজ বাজার শহরের যদুপুর গাবগাছি এলাকায় পুলিশ অফিসার আনসারুল হকের নেতৃত্বে নাকা চেকিং করার সময় পুলিশ বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, মোহাম্মদ আজাজ(৩০) এবং মোহাম্মদ সাকিব(৩২)। ধৃত দুই জনেরই বাড়ি বিহারের পূর্ণিয়া এলাকায়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৬০ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ কিছু টাকা।
এদিকে, বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − six =