ব্রোঞ্জ জয়ী ক্ষুদেকে সংবর্ধনা জানালো চাঁচল থানার পুলিশ
বিশ্ব যোগাকাপে ব্রোঞ্জ জয়ী হয়েছেন ছয় বছরের ক্ষুদে শিশু মালদহের চাঁচলের সুচরিতা হালদার।আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় ছয়বছরের সুচরিতার সাফল্যে চাঁচলজুড়ে খুশির আবহের বাতাবরণ তৈরী হয়েছে।সেই ক্ষুদেকে সংবর্ধনা দিতে বাড়িতে ছুটছে পুলিশ-প্রশাসন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন।ঠিক একই ভাবে শনিবার দুপুরে চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুমার কুন্ডু চাঁচলের গজানন পল্লীতে সুচরিতার বাসভবনে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন।ছিলেন অন্যান্য পুলিশ কর্মীরাও।মুখ মিষ্টির পাশাপাশি ফুলের তোড়া দিয়ে ব্রোঞ্জ জয়ী ক্ষুদের একরাশ উচ্চ সাফল্য কামনা করেন চাঁচল থানার আই.সি।আচমকা বাড়িতে পুলিশ দেখে পরিবার হতভম্বিত হলেও পুলিশের ইতিবাচক ভূমিকায় খুশি হয় মা সুচিত্রা হালদার বাবা সুবল হালদার।
উল্লেখ্য,গত জুন মাসে শেষের দিকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ইউনিভার্সাল যোগা ফেডারেশনে যোগ দেয় চাঁচলের সুচরিতা।ওই প্রতিযোগিতায় আন্তর্জাতিক স্তরে তৃতীয় স্থান অধিকার করে সুচরিতা হালদার।সেখানেই তাকে ব্রোঞ্জের মেডেল ও ট্রফি পদক দিয়ে শংসাপত্র তুলে দেওয়া হয়।
সুচরিতার অভূতপূর্ব সাফল্যে গৌরবান্বিত চাঁচলবাসী।