রাজ্যব্যাপী চলছে বিদ্যালয় গুলির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।ব্লকে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মসরেকুল।অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মসরেকুল কে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।দৌড় প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে মুখ উজ্জ্বল করলো প্রথম শ্রেণীর মসরেকুল।
জানা গেছে মালদার মানিকচক ব্লকের মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ব্লক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়।এবার জেলার যাওয়ার পালা।এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত সদস্য তথা লক্ষ্মী পুরের স্থানীয় বাসিন্দা শেখ সামিউলের অভিযোগ মসরেকুলের বাবা শিক্ষককে জিজ্ঞেস করলে কি ভাবে নিয়ে যাওয়া যাবে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়।অভিযোগ মোহনা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনীহা প্রকাশ করে বলেন প্রয়োজন নেই যাওয়ার।মজার ব্যাপার জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উক্ত বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মসরেকুল ৭৫ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে।
এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম একপ্রকার অভিযোগ উড়িরে বলেন আমরা নিয়ে গেছি।কিন্তু আমাদের বিদ্যালয়ে একজন টিচিং করে সে শেষমেশ গাজলে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যায়।