বড়দিনে বড়ো উপহার,এবার লটারিতে এক কোটি টাকা পেলেন ফরাক্কার এক যুবক।
শুক্রবার সন্ধ্যায় এক কোটি টাকার টিকিট মিলতেই আনন্দের উল্লাসিত ফরাক্কার শ্রীরামপুর এলাকার যুবক নবাব শরীফ খান। হঠাৎ এত টাকা পেয়ে কার্যত থানার দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, ফরাক্কার শ্রীরামপুর এলাকার যুবক নবাব শরীফ খান পেশায় একজন লটারি বিক্রেতা।এদিন অন্যান্য সমস্ত টিকিট বিক্রি করলেও একটি টিকিট নিজেই কেঁটেছিলেন তিনি।তাতেই কার্যত ভাগ্য খুলে যায় তার।শুক্রবার সন্ধ্যায় এক কোটি টাকা মিলে যায় সেই লটারিতেই।কোটি টাকার আনন্দে উল্লাসিত হয়ে উঠেন নবাব।এদিকে লটারিতে এক কোটি টাকা পাওয়ার খবর মিলতেই নবাবের বাড়িতে কার্যত ভিড় জমে পাড়া প্রতিবেশীদের। লটারি নিয়ে শনিবার সকালেই ফরাক্কা থানায় পৌঁছান নবাব শরীফ খান।
