বড়সড় নাশকতার আভাস মিলল নিমতিতায়।
জঙ্গীপুরের নিমতিতায় বড়সড় নাশকতার আভাস মিলল।বুধবার রাতে কলকাতা যাওয়ার পথে নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা হয়।বোমাবাজির ঘটনায় জখম হন মন্ত্রী জাকির হোসেন সহ আরো বেশ কয়েকজন।আর এরপরই মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের দাবি করেন।শুক্রবার ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল। প্রাথমিক তদন্তের পর স্পেশার বোমা অর্থাৎ যে বোমা ভিড়ের মধ্যেই চাপ পড়ে ফেটে গিয়ে বিস্ফোরণ ঘটায় এমন বোমা রাখা ছিল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে সি আই ডি এবং ফরেনসিক দল তদন্ত শুরু করেছে।তবে সি আই ডি তদন্তে আছে কিনা তা এখনো স্পষ্ট নয়।এই ধরনের বোমা কিভাবে এলো,এর পিছনে কোনো চক্রান্ত রয়েছে কিনা সে বিষয়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।সকাল থেকেই নিমতিতা স্টেশন চত্বরে নমুনা সংগ্রহ ও তদন্ত শুরু করেছে ফরেনসিক দল।