বড়োসড়ো সাফল্য মুর্শিদাবাদের ফরাক্কা থানার,পাচারের আগে চার লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার এক মহিলা।
মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে চার লক্ষ টাকার জালনোট সহ এক মহিলাকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে ফরাক্কা নিউ ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে।পুলিশ সূত্রে জানা যায়, মহিলার নাম সঞ্জিমা খাতুন। বয়স ৩০ বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায়। শনিবার ভোর রাতে নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে সেই সময় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর ওই মহিলার উপর সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করলে সেই ব্যাগ থেকে মোট ৪ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা যায়,সমস্ত জাল নোট গুলি ৫০০টাকার। ধৃত ওই মহিলাকে এদিন সকালে ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়।
