ভর সন্ধ্যায় পূর্বমেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায় শ‍্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য।জানা যাচ্ছে, ভগবানপুর থানার লালপুর এলাকায় রাস্তার উপর এক চায়ের দোকানে দুই যুবকের মধ্যে বচসার জেরে চললো গুলি।এই ঘটনার জেরে এগরা বাজকুল রাজ্য সড়ক বন্ধ।পুলিশ সূত্রে খবর, সেক গুড্ডুর সাথে সেক ইজাজের ঝগড়া হয়। সেই ঝগড়া এমন জায়গায় যায় যে রাস্তার উপর বন্দুক উঁচিয়ে গুড্ডু গুলি করে ইজাজকে,এমনটাই খবর। যদিও সেই গুলি লক্ষ্যে ভেদ করতে পারেনি।
স্থানীয় সূত্রে এও জানা যাচ্ছে, টাকা পয়সার লেনদেন জনিত বিষয় থেকেই এমন ঘটনা ঘটে এদিন। মোট চার রাউন্ড গুলি চলেছে বলেই জানা যাচ্ছে। সমগ্র ঘটনা ভগবানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ু গোপাল বিশ্বাস বলেন, “একটা ঘটনা শুনেছি। আমাদের পুলিশ কর্মীরা খবর পেয়ে দ্রুততার সঙ্গে এলাকায় গেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − four =