সপ্তাহের রবিবার কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে বন্ধন এক্সপ্রেস চলে বনগাঁর পেট্রাপোল হয়ে,রবিবার বিকালে বাংলাদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে বন্ধন এক্সপ্রেস রওনা দেয় সেই ট্রেনটি এবার হাবরা প্ল্যাটফর্ম আসতেই দেখা যায় ট্রেনের পিছন কামরার যে চাকা রয়েছে সেখান থেকে ধোয়া বেরোতে শুরু করে। তড়িঘড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ে রেল যাত্রী ও স্টেশনের যাত্রীদের মধ্যে। হাবরা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেলের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। যদি ওই ঘটনায় কোন হতাহতর খবর নেই। রেল কর্মীদের প্রাথমিক অনুমান রেলের চাকায় যে ব্রেক রয়েছে সেখান থেকেই ধোঁয়া বেরোতে শুরু হয়।