ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়, ভস্মীভূত গোটা দোকান।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের বাটার মোড় সংলগ্ন এলাকায়।ভস্মীভূত গোটা দোকান। ঘটনা সূত্রে জানা যায়, রাত ৯ টা নাগাদ স্থানীয়রা কালো ধোঁয়া দেখতে পান।পরবর্তীতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে একটি দোকানে। খবর দেওয়া দমকল কর্মীদের। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় দমকলের দুইটি ইঞ্জিন। দমকলের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই আগুন লাগে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয়রা জানিয়েছে, আগে এটি ইলেকট্রিক সরঞ্জামের দোকান ছিল। বর্তমানে একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছিল। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা।