বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে সোমবার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গিদরমারি বাজারে।আর ওই এলাকা ঘিঞ্জি হওয়ায় সেখানে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি‌ সময় লাগেনি।প্রথম দিকে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।তবে দমকল পৌঁছানোর আগেই ১৫টির বেশি দোকান আগুনে পড়ে ছাই হয়ে যায় বলে খবর।এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও দুটি গোবাদী পশু পুড়ে দগ্ধ হয়ে গিয়েছে। সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,আজ দুপুর বারোটা নাগাদ প্রথমে একটি দোকানে আগুন দেখা যায়।পরবর্তী সময়ে সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকান ও বসতবাড়িতে।ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।বড় আকার নিয়েছিল আগুন।অল্পের জন্য রক্ষা পেল দুইটি গ্রাম।জানা যায়,এই বাজারে ছিল চায়ের দোকান,মুদির দোকান,ওষুধের দোকান ও ফার্নিচারের দোকান সহ বসতবাড়ি।বিধ্বংসী আগুনে দোকানঘরগুলি পুড়ে কাঠকয়লায় পরিনত হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি বলে অনুমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 10 =