ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচল টিটাগড়ের ওল্ড ক্যালকাটা রোডের মানুষ।
রাত তখন দেড়টা।তখন গোটা এলাকা ঘুমিয়ে।ঠিক এমন সময় টিটাগড় ওয়াগন বয়লার ব্লাস্ট করলো শনিবার রাত দেড়টা নাগাদ।বড় বড় পাথরের চাই ছিটকে আসে এলাকার বাড়িগুলোতে।তখন সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। বড় বড় লোহার টুকরোও ছিটকে আসে বাড়িতে।এই দুর্ঘটনায় প্রায় আট থেকে দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।বারান্দার গ্রিল ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর সেই বোল্ডার ঘরে গিয়ে পড়ে।তবে অল্পের জন্য বেঁচে যায় এলাকার মানুষ। রাত দেড়টা নাগাদ বিকট আওয়াজ শুনে এলাকাবাসী বেরিয়ে আসে। তখনই দেখা যায়, টিটাগড় ওয়াগন বয়লারে বিস্ফোরণ ঘটে। ছিটকে আসা আগুন দেড়শো থেকে দুশো ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তদন্ত করছে টিটাগড় থানার পুলিশ।