ঘটনায় গুরুতর আহত একাধিক।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বৈকন্ঠপুর বাসস্ট্যান্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধে নাগাদ একটি যাত্রীবোঝাই বাস আরামবাগ থেকে পাঁশকুড়ার দিকে যাবার সময় হঠাৎই অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাজ্য সড়কের পাশে থাকা নয়নজুলিতে উল্টে যায়।ইতিমধ্যে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।ইতিমধ্যে গুরুতর আহত হয়েছে বাসে থাকা বেশ কিছু যাত্রীরা।ঘটনায় স্থানীয় বেশ কিছু মানুষজন এসে বাসের ভেতর থাকা যাত্রীদের উদ্ধার করছে।স্থানীয় মানুষদের সঙ্গে হাত লাগিয়েছে দাসপুরের পুলিশ প্রশাসন।এই মুহূর্তে আহতদের সংখ্যা এখনো পর্যন্ত জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকজন যাত্রী ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছে। ঘটনাই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
Home জেলা