ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে দিদিরও মৃত্যু, শোকস্তব্ধ খড়্গপুরের ভেটিয়া গ্রাম।
আগামীকাল গ্রাম বাংলার বড় আদরের টুসু পরব। আনন্দ-আহ্লাদের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তার আগেই গ্রামে যেন টুসু’র বিসর্জন! ভাই-বোনের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার ভুকভুকিশোল গ্রাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে, গ্রামের কাছেই মোরাম খাদানের পাশে আপন খেয়ালে খেলাধুলা করছিল বছর ৯ য়ের সৌরভ মান্ডি। হঠাৎ ঘটে যায় দুর্ঘটনা! মোরাম খাদানের গর্তে পড়ে যায় সৌরভ। ক’দিনের বৃষ্টিতে মোরাম খাদানে জমে গিয়েছিল বেশ অনেকখানি জল। সেই জলে ডুবে যায় সে। দূর থেকে সেই দৃশ্য দেখেই, ভাইকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় দিদি চম্পা (১১)। দু’জনই জলে ডুবে যায়! বেশকিছুক্ষণ স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।