ভাইপোকে জমি থেকে উচ্ছেদের চক্রান্ত দুই পিসির, অপমানে আত্মঘাতী ভাইপো।

বসিরহাটের টাকি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের জুগিয়া দাশপাড়ার ঘটনা।পৈতৃকসূত্রে বছর ৫০ এর বাবলু দত্ত ১১ শতক জমির উপরে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার একমাত্র বসবাস করার এক চিলতে ঘর।দীর্ঘ ৫০ বছর ধরে এখানে বসবাস করে রয়েছে। আর তাদের জমি সংলগ্ন তার পিসিদের ৩৪ শতক জমি রয়েছে।সেই জমি ইতিমধ্যে তারা মোটা টাকায় প্রোমোটারের হাতে বিক্রি করে দিয়েছেন। যেহেতু বাড়ির সামনের অংশে এই ১১শতক জমির উপরে বাবলু দত্ত বসবাস করছেন।মূলত এই নিয়ে বচসা গণ্ডগোলের সূত্রপাত।

বড় পিসি গীতারানী সিংহ এবংছোট পিসি মীরা বিশ্বাস। গীতার একমাত্র ছেলে দীপক সিংহ মাকে নিয়ে হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ,তাদের জমিতে জোর করে বসত করছে ভাইপো বাবলু। সালিশি সভা করেও কোন সুরাহা হয় নি। বৃস্পতিবার হাসনাবাদ থানার টাকি আউটপোস্ট পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে ২ পিসি ও তাদের ছেলে দীপক সিংহ ভাইপো বাবলুর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদের পৈত্রিক ভিটে থেকে উঠে যেতে মানসিক চাপ দিতে শুরু করেন।সেই যন্ত্রণা সহ্য না করতে পেরে শুক্রবার সকালে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।এই ঘটনায় বাবলু দত্তের মেয়ে রিমা দত্ত ইতিমধ‍্যেই হাসনাবাদ থানার পুলিশ আধিকারিক সমীর ঘোষ, গীতারানী সিংহ ও তাদের ছেলে দীপক সিংহ এবং মিরা বিশ্বাস এই চারজনের বিরুদ্ধে পুলিশের কাছে মানসিক ও অকথ্য ভাষায় গালিগালাজ এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন। তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + eight =