ভাইয়ের মঙ্গল কামনায় বোনেদের ভাতৃদ্বিতীয়া উৎসব।
রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরেও ভাতৃদ্বিতীয়া পালন করলেন পর্যটকরা।দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে আবদ্ধ থাকার পর অনেক মানুষই রাজ্যের বাইরে বেড়াতে গেছেন।বেড়াতে গিয়েও বাঙ্গালীদের চিরাচরিত উৎসব ভাতৃদ্বিতীয়া পালন করলেন। উত্তরাখণ্ডের হরিদ্বারে অনেক বাঙালি পর্যটককে দেখা গেল ভাতৃদ্বিতীয়া উৎসবে মেতে উঠেছেন।উত্তরাখণ্ডের হরিদ্বারে যে সমস্ত বাঙালিরা বেড়াতে এসেছেন প্রায় প্রত্যেকেই ভাতৃদ্বিতীয়া পালন করলেন।পাশাপাশি দেখা গেল যে সকল বোনেরা বেড়াতে এসেছেন কিন্তু ভাইয়েরা আসেননি, তারাও দেওয়ালে ফোঁটা দিয়ে ভাইয়ের মঙ্গলকামনা করলেন।ভাতৃদ্বিতীয়া উৎসবকে মাথায় রেখে তারা ধান ,দূর্বা বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছেন।
বাঙালিরা যে সংস্কৃতিকে ভোলে না সেটাই দেখা গেল ভিন রাজ্যে ভ্রমণে এসে উৎসব পালনে।
