ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর ।
বুধবার সকালে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুর শহরে। এদিন সকালে সোহম ঠাকুর (১৮) এবং অর্ঘ্যদীপ মিশ্র(১৮) নামে দুই বন্ধু বহরমপুর জোড়া শিব মন্দির এর কাছে খেলাধুলা করছিল। এরপর গরমের কারণে সকাল ৯ টা নাগাদ গঙ্গায় স্নান করতে নামে দুই বন্ধু। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্নান করতে করতে স্রোতের টানে ভাগীরথী নদীতে ওই দুই কিশোর তলিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে । ওই দুই কিশোরের বাড়ি বহরমপুর শহরে, দুজনেই ছাত্র বলে জানা গেছে।