ভাগীরথী নদীর বেশ কয়েকটি স্নান ঘাটে পরপর দুর্ঘটনায় তৎপর হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী

ভাগীরথী নদীর বেশ কয়েকটি স্নান ঘাটে পরপর দুর্ঘটনায় তৎপর হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

গত দু’দিন ধরে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাগীরথী নদীর বেশ কয়েকটি স্নানঘাটের বিপদজনক জায়গাগুলি চিহ্নিতকরণ করে বাঁশের ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হয় । পরপর দুর্ঘটনায় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জেলা শাসক এবং ইরিগেশন দপ্তরে একটি চিঠি করে, প্রাথমিকভাবে ওই বিপদজনক জায়গা গুলিতে বালির বস্তা ফেলার জন্য। বিধায়কের আবেদনে শনিবার ইরিগেশন দফতরের পক্ষ থেকে শান্তিপুর স্টিমার ঘাট গান্ধীর স্নানঘাটের বিপদজনক জায়গাগুলিতে প্রায় ১০০০ বালির বস্তা ফেলা হয়। সেই চিত্র উঠে এল শনিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 10 =