ভাঙরে আগুন লেগে পুড়ে ছাঁই গোটা বাড়ি।
ভাঙরে অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুনের লেলিহান শিখায় গোটা বাড়িটি পুড়ে ছাঁই হয়ে যেতে দেখলো স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দৌঁড়ে যান পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকীমুল ইসলাম।এমনই ঘটনা ঘটেছে ভাঙরের কাশিপুর থানার উত্তর গাজীপুরে।
এদিন সন্ধ্যায় হঠাৎ উত্তর গাজীপুরের বাসিন্দা মান্নান মোল্লা ও রহিম মোল্লার বাড়িতে আগুন লেগে যায়। ঘরের ভিতরে আসবাবপত্রের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পোশাকে আগুন লেগে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই মোটর লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ কর্মীরা।এর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকীমুল ইসলাম। তারাই এলাকায় গিয়ে দমকলে খবর দিলে দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর আসে দমকলের কর্মীরা। তার আগেই গ্রামবাসীদের উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। ঘন বসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত আগুন নেভাতে না পারলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতো বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।