ভাঙাচোরা রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করল এলাকার মানুষ।
এই দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হল বেলডাঙ্গায়। অভিযোগ বেলডাঙা থেকে আমতলা প্রায় 30 কিলোমিটার রাজ্য সড়কের বেহাল দশা। রাজ্য সড়কের রাস্তায় ইট পাতা রয়েছে ।জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করতে হচ্ছে মানুষকে। প্রায় এক বছর ধরে বার বার বলা সত্ত্বেও ওই রাস্তার সংস্কার হচ্ছে না। সে কারণে বাধ্য হয়ে বেলডাঙ্গার মানুষ রাস্তা অবরোধ করেছেন। এলাকাবাসীদের অভিযোগ ওই রাস্তা দিয়ে বিধায়ক থেকে সাংসদরাও যাতায়াত করেন ,প্রতিনিয়ত ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে । প্রশাসন বারবার আশ্বাস দিয়েও রাস্তা সংস্কার হয়নি ।সে কারণে তাদের রাস্তা অবরোধ ।এদিকে অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে বেলডাঙা থানার পুলিশ।