দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরের কাশিপুর থানার আলাকুলিয়া এলাকায় একটি সবজি ক্ষেত থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। সকালে স্থানীয় বাসিন্দারা সবজি ক্ষেতে যাওয়ার সময় রাস্তার পাশে একটি বাগে বোমা পরে থাকতে দেখে। এরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে কাশিপুর থানার পুলিশ এসে চারটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করছে কাশিপুর থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।