ভাটপাড়া পৌরসভার সামনে শতাধিক সাফাই কর্মীর বিক্ষোভ ।

ভাটপাড়া পৌরসভার সামনে শতাধিক সাফাই কর্মীর বিক্ষোভ ।ঠিক মতন বেতন না পাওয়ায় তারা আজ সকাল থেকে কাজে যোগ দিলেন না, এবং তারা ধর্মঘট দেখালেন ,তাদের বক্তব্য গত ১৫ তারিখে তাদের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু বেতন না মেলায় আজ থেকে তারা ধর্মঘটে নামল, সাফাই কর্মীদের অভিযোগ তাদের তিন মাসের বেতন বাকি আছে, এই তিন মাসের বেতন যতক্ষণ না মেটাবে তারা কাজে লাগবে না. ১৯৬ টাকা তারা রোজ পায়, তাতে তাদের সংসার চলে না, তারা মিউনিসিপ্যালিটির মুখ্য প্রশাসক কে বারবার বলছেন তাদের বেতন বৃদ্ধি করার জন্য, কিন্তু তাতে কোন লাভ হয়নি, বহুবার বলা সত্বেও দৈনিক মজুরি এখনো পর্যন্ত কোনো রকম বানানো হয়নি।
ভাটপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক বলেন তাদের যে ২৩ শে জানুয়ারি বিকেল পাঁচটার সময় সবাইকে জানিয়ে দাওয়া হয়েছে ২৭ তারিখের মধ্যে সবার বেতন ঢুকে যাবে, ভাটপাড়া মুখ্য প্রশাসক বলছেন সাফাই কর্মীরা বারবার দাবি করছেন তিন মাসের বকেয়া বেতন তারা পান ,এটা ভুল, তারা এক মাস ১৫ দিনের বেতন পান এমনটাই ভাটপাড়ার মুখ্য প্রশাসক জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + six =