ভাটপাড়ার ৩ নং ওয়ার্ডে উপনির্বাচন।
উল্লেখ্য,পৌর নির্বাচনের সময় নির্বাচনের ঠিক ২দিন আগেই মৃত্যু হয়েছিল বামপন্থী প্রার্থী বাবলী দে’র। সে কারণেই এই ওয়ার্ডে ভোটগ্রহণপর্ব সম্পন্ন হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ২৬ জুন ভাটপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন চলছে ভাটপাড়া সেন্ট্রাল হিন্দু গার্লস হাই স্কুলে। একটি ভোট গ্রহণ কেন্দ্র তিনটি বুথে চলছে ভোট গ্রহণ পর্ব। ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা প্রায় ২২০০ জন। সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র।
এদিন পানিহাটির ৮ নং ওয়ার্ডেও রয়েছে উপনির্বাচন।