ভাটপাড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বন্ধুর গুলিতে জখম এক যুবক।মহঃ খুরশিদ নামে ৩০ বছরের ঐ যুবকের পেটে গুলি মেরে চম্পট মহঃ শাহজাদ নামে আক্রান্তের বন্ধু। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় কোলকাতার পি জি হাসপাতালে চিকিৎসাধীন মহঃ খুরশিদ।কি কারনে এই গুলি তা স্পষ্ট ভাবে কেউ বলতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।
Home জেলা