ভাতারে ভেঙে পড়ল অস্থায়ী সেতু,যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।
রাতভর প্রবল বর্ষণে ভেসেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।পূর্ব বর্ধমান জেলার ঘটনা। পূর্ব বর্ধমানের ভাতারের কামারপাড়া নারায়ণপুর গ্রামে ভেঙে পড়ল একটি অস্থায়ী সেতু।সেতুটির পরিস্থিতি যাতায়াতের অনুকূল না থাকায় দীর্ঘদিন ভারী যান চলাচল বন্ধ ছিল।ওই জায়গায় নতুন সেতু তৈরি হবে।তাই পুরাতন সেতু ভেঙ্গে যাতায়াতের সুবিধার জন্য পাশেই অস্থায়ী একটি সেতু করা হয়েছিল।তিনদিনের প্রবল বৃষ্টিতে সেই অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ে।কার্যত সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভাতারের কামারপাড়া রাস্তায়।
স্থানীয় মানুষ রাস্তা নির্মাণকারী আধিকারিকদের জানান, অস্থায়ী সেতু দিয়ে জল নিকাশি হবে না।তা সত্ত্বেও স্থানীয় মানুষদের কথায় কর্ণপাত না করে সেতু নির্মাণ করে নির্মাণকারীরা।এই রাস্তার উপর প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রাম রয়েছে ভাতার ব্লকের।খবর শুনেই ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী ঘটনাস্থলে ছুটে আসেন।তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন খুব তাড়াতাড়ি এই ব্রীজ সংস্কার হবে।
পাশাপাশি খবর পেয়ে ছুটে আসে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।সব মিলিয়ে ভাতার কামারপাড়া রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল অনির্দিষ্টকালের জন্য।