১ জুলাই অর্থাৎ আজ থেকে পূর্ব ঘোষণা মতোই ভারতীয় আইনে এল বিরাট বদল! ভারতের আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে গিল ব্রিটিশ আমলে তৈরি কানুন। সোমবার থেকে লাগু হল ভারতের নতুন ৩ আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর এই আইন প্রযোজ্য হওয়ার পরেই নতুন আইনের আওতায় দায়ের হল প্রথম FIR।নতুন ন্যায় সংহিতা অনুসারে দিল্লির কমলা মার্কেট থানায় মামলা দায়ের হল এক হকারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি রেলস্টেশনের ফুটব্রিজের সামনে বেআইনিভাবে জায়গা দখল করে বেচাকেনা করছিলেন।

ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৮ টি ধারা রয়েছে । সংহিতায় মোট ২০ টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। ৩৩ টি গর্হিত অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৮৩টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে । ২৩টি অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তি প্রবর্তন করা হয়েছে।অপরদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৫৩১ টি বিভাগ রয়েছে ।সংহিতায় মোট ১৭৭ টি বিধান পরিবর্তন করা হয়েছে । ৯ টি নতুন ধারার পাশাপাশি ৩৯ টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে।সংহিতায় মোট ১৪টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে।

অন্যদিকে,ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে মোট ২৪ টি বিধান পরিবর্তন হয়েছে ৷অধিনিয়মে ৬টি বিধান বাতিল করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 5 =