ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ফাইনালে হারিয়ে জয়ী শ্রীলঙ্কা।পিসিবি প্রধান রামিজ রাজা উপস্থিত ছিলেন সেই ফাইনাল দেখতে।সেখানেই এক সাংবাদিকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময়ে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছে রামিজ রাজাকে।বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা। গতকাল পাকিস্তানের হারের পর এক ভারতীয় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, ”পাক সমর্থকরা ভীষণ দুঃখিত। কী বার্তা দেবেন তাঁদের?” সেই প্রশ্ন শুনতেই রেগে যান রামিজ রাজা। তিনি হঠাৎ বলে ওঠেন, ”আপনি ভারতের থেকে এসেছেন তো? আপনি তো নিশ্চয় খুব খুশি হয়েছেন।”
এখানেই শেষ নয়,এরপর হঠাৎই রাজা সেই সাংবাদিকের ফোনটিও কেড়ে নেন তাঁর থেকে।এরপর অকথ্য ভাষায় কথা শোনাতে থাকেন ওই ভারতীয় সাংবাদিককে।তারপর ফোনটি সেই ব্যক্তির হাতে দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পিসিবি চেয়ারম্যানের এমন ব্যবহারে সমালোচনার ঝড় উঠেছে।পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ১৭০/৬।শেষ পর্যন্ত ২৩ রান আগেই গুটিয়ে যায় পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =